বাইবেল ট্রিনিটি সম্পর্কে কী শিক্ষা দেয়?//What does the Bible teach about the Trinity?

বাইবেল ট্রিনিটি সম্পর্কে কী শিক্ষা দেয়?

দ্বিতীয় পর্ব। 

প্রথম পাঠ থেকেই আলোচনা করা হচ্ছে। এই পাঠকে অনুণয় করার পূর্বে দয়া করে পূর্বের প্রথম পাঠ দেখুন তবেই বিষয় বস্তু বুঝতে সহজ হবে।  পাঠ ১ অনুসরণ করার জন্য এখানে লিঙ্ক ক্লিক করুন বাইবেল ট্রিনিটি সম্পর্কে কী শিক্ষা দেয়? পৌল খ্রীষ্টকে নিয়ে কি বলছিলো একটু বাক্য দেখি;

[কলসীয় ২:৯কেনা তাঁহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিকরুপে বাস করে।



এই বিষয়কে পোষ্টের দেওয়া ছবির মাধ‍্যমে বোঝানো হয়েছে যেন, বোঝাতে সহজ হয়।
 এখানে অনেক লোকের ভূল ধারনা চলে আসে। তারা পবিত্র আত্মাকে  শুধুমাত্র শক্তি বলে মনে করে, আপনাদের বলি তা কিন্তু নয় পবিত্র আত্মাও এক ব‍্যক্তি ত্রিত্ব ঈশ্বরে তৃতীয় ব‍্যক্তি। যা পোষ্ট করা ছবিতে দেওয়া আছে পবিত্র আত্মা বিষয়ে যীশু তার শিষ‍্যদিগকে কি বলেছিল মানে ত্রিত্ব ঈশ্বরে তৃতীয় ব‍্যক্তিকে নিয়ে একটু বাক্যে দেখে নেওয়া যাক;

[যোহন ১৪:১৬আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন;

[যোহন ১৪:২৬কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ করাইয়া দিবেন।

একদিন প্রেরিতরা পবিএ আত্মা দ্বারা যখন নানা অদ্ভুত চিহ্ন-কার্য্য করছিল বা প্রথম মন্ডীল শুরু হচ্ছিল। তখন অনেক লোক বিশ্বাস করে নিজের সম্পত্তিকেও প্রেরতিদের চরণে অর্পণ করে দিচ্ছিল। তারা প্রভুর কার্যের জন্য নিজের যা কিছু ছিল তা নিজের কিছু মনে না করে তারা তাদের সম্পতি বিক্রি করে টাকা প্রেরিতদেরকে দিত। তারপর যার যেমন প্রয়োজন সেই হিসাবে দেওয়া হত। তখন অননিয় নামে এক ব‍্যক্তি ছিল সেও তদ্রুপ নিজের একটি সম্পতি বিক্রি করে। কিন্তু সে কিছু টাকা নিজের স্ত্রীর জন‍্য রেখে প্রেরতদিগকে দিল তখন কি হল? মানে কিছু গোপন করে রেখে প্রেরিতদেরকে দিল তখন পিতর কি বলল একটু বাক্য দেখে নেওয়া যাক;

[প্রেরিত ৫:৪সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না? এবং বিক্রীত হইলে পর কি উহা তোমার নিজ অধিকারে ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয়ে কেন ধারণ করিলে? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে, এমন নয়, ঈশ্বরেরই কাছে কহিলে।

এখানে পবিত্র আত্মা ঈশ্বর ছিলেন। পিতর অননিয়কে এটাই বলতে চাইছিল যে তুমি পবিত্র আত্মার বিরুদ্ধে মিথ‍্যা কথা বললে এমন নয়, কিন্তু ঈশ্বরই কাছেই মিথ্যা কথা বললে।  তখনই অননিয় সঙ্গে সঙ্গেই মারা যান‌। সেই রকম যীশু তার শিষ‍্যদিগকে কি বলেছিলেন কি! 

[মথি ২৮:১৯অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর;

যদি যীশু এক ব‍্যক্তি হতেন তবে বারংবার পিতা, পুএ ও পবিত্র আত্মা বলাই কি দরকার ছিল? সেই রকম বাইবেলে অনেক যায়গায় লেখা আছে যেটা থেকে প্রমাণিত হয় পিতা ও ঈশ্বর, পুএ ও ঈশ্বর, পবিত্র আত্মা ও ঈশ্বর, মানে এক ঈশ্বর। অর্থাৎ ট্রিনিটি ঈশ্বর এক ঈশ্বরে তিন ব‍্যক্তি আছে কেউ কারোর কাছ থেকে আলাদা নয় বা কখনো আলাদাও করা যায় না। কিন্ত তিন ব‍্যক্তির আলাদা আলাদা কাজ আছে সবায় একের অপরের কাজে সন্তুষ্ট।

পিতাঃএই পাপময় জগত থেকে পাপী মানুষকে উদ্ধার করার জন‍্য পুএকে পাঠিয়েছিলেন;

[যোহন ৩:১৬কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়,কিন্তু অনন্ত জীবন পায়।

পুএঃ- পাপময় জগত থেকে পাপী মানুষকে উদ্ধার করার জন‍্য স্বয়ং বলিদান হলেন, যেন সকলকে নিষ্কলঙ্ক স্বরূপ হয়ে পিতার কাছে উপস্থিত করেন। আর পিতার কাছে গেলেন;

[ইফিষীয় ৫:২৬যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন

[তীত ৩:৫] তখন তিনি আমাদের উদ্ধার করলেন। আমাদের সৎকর্ম বা পুণ্যবলে নয়, তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের বাঁচালেন। তিনি আমাদের দীক্ষাস্নানের মাধ্যমে নবজন্ম দিয়ে পবিত্র আত্মার শক্তিতে নবজীবন দান করলেন।

পবিত্র আত্মাঃ- বিশ্বাসীদের সঙ্গে সর্বদা থাকার জন্য, বা সবার মধ্যস্থ হয়ে সবাইকে পবিত্র করার। এবং সঠিক পথে প্রদর্শন করার;

[যোহন ১৪:১৬আর আমি পিতার কাছে নিবেদন করিব,এবং তিনি আর এক সহায়*তোমাদিগকে দিবেন,যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন।

[যোহন ১৪:২৬কিন্তু সেই সহায় পবিত্র আত্মা,যাহাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন,তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ করিইয়া দিবেন।

[১ করিন্থীয় ৬:১১আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে; কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ও আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্ম্মিক গণিত হইয়াছ।

বিঃদ্রঃ - তৃতীয় ভাগ অবশ্যই দেখবেন।

Post a Comment

0 Comments