প্রধান স্বর্গদূত মীখায়েল কাছে কি প্রার্থনা করা উচিত?
লেখকঃ- S.Murmu
Photo by Alexandra Fuller on Unsplash |
বর্তমান দিনে অনেকেই প্রধান স্বর্গদূত মীখায়েল এর কাছে প্রার্থনা করতে অনুরোধ করে থাকেন। রোমান ক্যাথলিক পরিভাষায় প্রধান স্বর্গদূত মীখায়েল কে সেন্ট মীখায়েল ও বলা হয়। এই স্বর্গদূত মীখায়েল এর কাছে প্রার্থনা করার প্রথা রোমান ক্যাথলিক পোপদের মাধ্যমে শুরু হয়। এই প্রার্থনা প্রথা সূচনা Roman Catholic Pope Leo XIII (পোপ লিও দ্বাদশ) মাধ্যমে ১৮৮৬ খ্রিষ্টাব্দে সূচনা হয়। রোমান ক্যাথলিকতায় সেন্ট মীখায়েলের (মীখায়েল) চারটি স্বতন্ত্র ভূমিকা রয়েছে।
প্রথম হল সেন্ট মীখায়েল শয়তানের শত্রু এবং পতিত স্বর্গদূত। সে শয়তানকে পরাজিত করেছিল এবং তাকে স্বর্গ (জান্নাত) থেকে বের করে দিয়েছিল এবং শয়তানের সাথে অন্তিম লড়াইয়ের মুহূর্তে বিজয় অর্জন করবে। দ্বিতীয়ত, তিনি খ্রিষ্টীয়ানদের মৃত্যুর প্রেরিত স্বর্গদূত সেন্ট মীখায়েল মৃত্যুর মুহুর্তে অবতরণ করেন এবং প্রতিটি ব্যক্তিকে যাওয়ার আগে নিজেকে মুক্ত করার সুযোগ দেন। উকিল হয়ে কাজ করেন। তৃতীয়ত, এই পৃথিবীতে তাদের জীবনের সময় তাদের কাজের উপর ভিত্তি করে আত্মাকে বিবেচনা করা। চতুর্থ সেন্ট মীখায়েল মণ্ডলীর তত্ত্বাবধায়ক।
সমস্ত স্বর্গদূতদের মধ্যে মীখায়েল মধ্যযুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন। সম্রাট কনস্টানটাইন একটি পূর্বের মন্দিরের স্থানে চালিডসনে Michaelion তৈরি করেছিলেন। অন্যান্য অভয়ারণাগুলি Anatolia, Antioch, এবং মিশরে নিরাময় ঝর্ণায় অবস্থিত। সেন্ট মীখায়েল সনাক্তকরণ গ্রেগরিতে দেখা যায় 590 সালে এক মহামারী দ্বারা আক্রান্ত রোমের পূর্বসূরিকে হত্যা করা মিছিলের নেতৃত্বে। বলা হয় গ্রেগরি হ্যাড্রিয়ানের সমাধি উপরে সেন্ট মীখায়েল একটি দর্শন দেখেছিলেন বলে জানা যায়। প্রধানদূত তার তরোয়াল চালান, পোপকে পরামর্শ দিয়েছিলেন যে বিপদ শেষ হয়েছে। পরবর্তীকালে তিনি সমাধির নাম পরিবর্তন করে সেন্ট মীখায়েল এর সম্মানে Castel Sant'Angelo (Castle of the Holy Angel) নামকরণ করেন।
সেন্ট মীখায়েলের প্রতি অনুরাগের একটি বিশাল ক্যাথলিক অনুসরণ করে এবং বেশ কয়েকটি মণ্ডলীতে বিশ্বজুড়ে তাঁকে উত্সর্গীকৃত। সেন্ট মীখায়েলের প্রতি রোমান ক্যাথলিক অনুরাগ বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, একটি chaplet এবং capular সহ বেশ কয়েকটি প্রার্থনা, উপন্যাস এবং স্তবগীত তাঁর কাছে পরিচালিত হয়।
আপনারা সংক্ষেপে কিছু তথ্য রোমান ক্যাথলিকদের পরিভাষায় দেখলেন। সম্পূর্ণ বাইবেল কোথাও উল্লেখ নেই যে খ্রিষ্টানরা প্রধান স্বর্গদূত মীখায়েল এর কাছে প্রার্থনা করো বলে। একদিন কি হয়েছে প্রকাশিত বাক্যেয় ঈশ্বরের একদূত যোহনকে মেষশাবকের বিবাহ বিষয়ে ভাবি দৃশ্য দেখাছিলেন। দেখে তা যোহনকে লিপিবদ্ধ করতে বলছিলেন তখন যোহন সেই স্বর্গদূতের পায়ের পড়ে প্রণাম/ আরাধনা/ ভজনা/ উপাসনা করতে লাগলেন। তখন স্বর্গদূত কি বলেন? এই বাক্যে দেখুন; (প্রকাশিত বাক্য ১৯:১০)।
এখানে স্বর্গদূত যোহন কে দৃঢ় রূপে নিষিদ্ধ করছেন। আর বলছেন আমিও তোমার সহকর্মী সেবক মাত্র। অর্থাৎ স্বর্গদূত বলছে আমি ও তোমার মতোই একজন। যদি ভজনা করার আছে তো ঈশ্বরেকে কর আমাকে নয়। হয়তো অনেকে বলবে কই এখানে স্বর্গদূতদের কাছে প্রার্থনা করার কথা তো উল্লেখ নেই। এখানে তো উপাসনা করার কথা উল্লেখ করা হয়েছে। হাঁ অবশ্যই। তা বলে এটা নয় যে এই বাক্য আত্মিক শিক্ষা দেয় না বলে।
অবশ্যই আত্মিক শিক্ষা দেয় প্রার্থনা করার ক্ষেত্রে ও এই বাক্য প্রযোজ্য হয়। এই বাক্যেয় স্বর্গদূত ঈশ্বরের সমরূপ হয়ওয়ার জন্য অস্বীকার করছে। মানে স্বর্গদূত নিজেকে ঈশ্বরের সমান তুলনা করছে না। বরং স্বর্গদূত স্পষ্ট ভাবে বলছে আমি তো ঈশ্বরের (প্রভু যীশু খ্রীষ্টের) দাস ঈশ্বর যা বলে আমি তাই করি। আমি যা কিছু বললে যে হয়ে যাবে তা কিন্তু নয়। স্বর্গদূত সৃষ্টির মধ্যেই পড়ে। সৃষ্টিকারী হয়ে সৃষ্টিকারী কাছে প্রার্থনা করা উচিত নয়। বাইবেল বলে মানুষেই একদিন স্বর্গদূতদের বিচার করবে; (১ করিন্থীয় ৬:৩)।
যদি মানুষই স্বর্গদূতদের বিচার করবেন তো সেই বিচারকারীদের কাছে আমরা মানে প্রকৃত বিশ্বাসী কি করে প্রার্থনা করতে পারি। ঈশ্বর প্রকৃত বিশ্বাসীদের একদিন ক্ষমতা দিবেন স্বর্গদূতদের বিচার করার। যারা বাইবেলের বাক্যের হিসেবে সঠিক পথে চলে ঈশ্বর তাদের অনেক বড়ো দায়িত্ব দিয়ে ও দেবন। বাইবেল স্বর্গদূতদের কাছে প্রার্থনা করতে শিক্ষা প্রদান করে না। বরং বাইবেল সর্বদা ঈশ্বর/ প্রভু যীশু খ্রীষ্টের কাছে প্রার্থনা করতে বলেন। প্রভু যীশু খ্রীষ্ট বিশ্বাসীদের স্বয়ং এর কাছে প্রার্থনা করতে উৎসাহিত করেছেন যথা; (যোহন ১৪:১৩-১৪ BCL, যোহন ১৫:১৬ BCV, যোহন ১৬:২৩ BCV)।
প্রভু যীশু স্পষ্ট অক্ষরে বলেছেন তোমরা আমার নামে প্রার্থনা কর এবং তা আমি পূর্ণ করব যেন পিতা পুএের মহিমা হয়। এখানে প্রভু যীশু স্বর্গদূতদের কাছে প্রার্থনা করতে উল্লেখ করেনি যে, যদি কোন কিছু চাওয়া-পাওয়ার আছে তো স্বর্গদূতদের কাছে প্রার্থনা করো বলে। এটি ভ্রান্ত শিক্ষা রোমান ক্যাথলিক স্বয়ং কে খ্রিষ্টীয় বিশ্বাসী দাবী তো করে কিন্তু বাস্তবে রোমান ক্যাথলিক খ্রিষ্টীয় বিশ্বাসী নয়। কারণ তারা বাইবেলের বহু বাক্যকে তীরস্কার করে থাকেন।
উপসংহার
বাইবেল ঈশ্বর/ প্রভু যীশু খ্রীষ্ট কে ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করতে উৎসাহিত করে না। প্রার্থনা হল একটি উপাসনা করার একটি মাধ্যম যার সাহায্যে আমরা ঈশ্বরের ইচ্ছা আমাদের চাওয়া পাওয়া ঈশ্বর কে জ্ঞাত করতে পারি। প্রার্থনা মাধ্যমে এটা প্রকাশ পায় যে হাঁ আমাদের সৃষ্টিকর্তা প্রয়োজন রয়েছে এবং প্রার্থনা দ্বারা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম ও প্রকাশ পাওয়ায়। তাই বাক্য বলে।
[যিশাইয় ৪২:১১ BCL] যা কিছু আমি করেছি তোমার জন্য, করেছি সবই আমার আপন মহত্ত্বে–— আমি লুটাতে দেব না আমার নামের মর্যাদা, কিম্বা দেব না কাউকে আমার গৌরবের ভাগ এ গৌরব আমার, একান্তভাবে আমারই।
0 Comments