র্যাপচার কখন হবে মহাক্লেশ পূর্বে নাকি মহাক্লেশ পরে?| When will the rapture be before the great tribulation or after the great tribulation?

র্যাপচার কখন হবে মহাক্লেশ পূর্বে নাকি মহাক্লেশ পরে?

 লেখকঃ S.Murmu

প্রিয়তমেরা, বর্তমান কালের মণ্ডলীগুলোর বিতর্কের অন্যতম প্রধান বিষয় হচ্ছে মহাক্লেশ সাথে সম্পর্কিত র্যাপচারের সময়কাল নিয়ে। এই বিষয় নিয়ে নানা মণ্ডলীতে ভিন্ন ভিন্ন শিক্ষা রয়েছে কিছু বলে র্যাপচার মহাক্লেশ পূর্বে হবে। কিছু পক্ষ বলে নানা র্যাপচার মহাক্লেশ পরেই হবে। পূর্বে খ্রিষ্টীয় বিশ্বাসীদের মহাক্লেশ ভোগ করতে হবে তার পর র্যাপচার (Rapture) হবে। আবার কিছু পক্ষ বলে র্যাপচার তো মহাক্লেশের সময় হবে। এই বিষয় নিয়ে নানা লোকের নানা মতামত রয়েছে। তো এখন নূতন ও দুর্বল বিশ্বাসী কাছে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়। তাহলে র্যাপচার কখন হবে? মহাক্লেশ পূর্বে নাকি মহাক্লেশ পরে।

Photo by RODNAE Productions

যারা শিক্ষা দেয় যে, র্যাপচার মহাক্লেশ পরে হবে বা মহাক্লেশ মধ্যে হবে এটি একটি ভুল শিক্ষা। বাইবেল এই ভাবে কোন কিছু বলে না এই বিষয় নিয়ে বাইবেল সুস্পষ্ট ভাবে ধারণা দেয়। বাইবেল বলে র্যাপচার সর্বদা মহাক্লেশ পূর্বেই হবে যেমন বাক্য বলে যথা;

[১ থিষলনীকীয় ৫:৯] কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য।

এখানে বাক্য সুস্পষ্টভাবে বলছে যে, ঈশ্বর প্রকৃত খ্রিষ্টীয় বিশ্বাসীদের তাঁর ক্রোধ জন্য নিযুক্ত করেননি। পৃথিবীতে যে ঈশ্বরের ক্রোষ বর্ষিত হবে তা খুবই কষ্টকর হবে যা কখনও কল্পনাও করা যায় না। যদি ঈশ্বর তাঁর ক্রোধের জন্য মানুষকে মনোনীত করেছেন তবে তিনি তাঁর একমাত্র প্রিয় পুএ যীশুকে কেনই বা এই জগতে প্রেরণ করলেন? তার মানে তো সাধারণ ভাষায় এটি নাটকীয় ঢং হয়ে গেল তাই নয় কি? তা কিন্তু নয় ঈশ্বর কখন মিথ্যা কথা বলেন না। আর একটি বাক্যেতে এটি সুস্পষ্ট হয় যে ঈশ্বর সর্বদা মহাক্লেশ হওয়ার পূর্বেই তিনি বিশ্বাসীদের র্যাপচার (Rapture) অর্থাৎ আকাশে তুলে নিবেন যথা;

[১ থিষলনীকীয় ১:১০] এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার।

এখানে হয়তো অনেকে বলতে পারে কই এখানে তো র্যাপচার (Rapture) সম্পর্কে কোন কিছু বলা হয়নি মানে র্যাপচার (Rapture) মহাক্লেশ হওয়ার পূর্বেই হবে বলে। এখানে তো বিশ্বাসীদের উদ্ধার করার কথা বলা হয়েছে। অবশ্যই এখানে র্যাপচার (Rapture) মহাক্লেশ পূর্বে হবে তা বলা হয়নি। আপনাদের বলি উওরের পরিভাষা একই। র্যাপচার (Rapture) পরিভাষা হল তুলে নেওয়া। সুতরাং র্যাপচার (Rapture) মহাক্লেশ হওয়ার পূর্বেই হবে।

Post a Comment

0 Comments