অল সোলস ডে কি?// What is All Souls’ Day?

অল সোলস ডে কি?

লেখকঃ S.Murmu

আমরা দেখেছি এই বিষয় নিয়ত নন-খ্রিষ্টানরা বারবার একই প্রশ্ন করে থাকে যে, খ্রিষ্টানরা কেন ২রা নভেম্বর পালন করে। এই পালন করা উদ্দেশ্য কি? আর কেনই বা পালন করে? তাছাড়া আমরা এটাও দেখেছি, এই বিষয় নিয়ে ও কিছু খ্রিষ্টানদের সঠিক ভাবে উওর জানা নেই, তাই এই বিষয় বস্তুটির সম্পর্কে লেখা। এই বিষয় বস্তু সম্পর্কে জানতে অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ুন।


অল সোলস ডে (All Souls’ Day) এটি সাধারণত ইংরেজি শব্দ যা বাংলায় অর্থ দাঁড়ায়
পরলোকগত ভক্তবৃন্দের স্মরণ দিবস বা মৃত ব্যক্তির আত্মার স্মরণ দিবস বলা হয়। এটি সাধারণত মৃত প্রিয়জনদের আত্মা শান্তি কামনায় উদযাপিত হয়ে থাকে অর্থাৎ মৃত্যু ব্যক্তির আত্মার জন্য ফুল ও মোমবাতি জ্বালিয়ে প্রিয়জনের সমাধির পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে দুঃখ ও ব্যথার সব গ্লানি মুছে দেওয়ার জন্য ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করা হয়। প্রার্থনা করা হয় যেন, মৃত্যু ব্যক্তির আত্মার শান্তি ঈশ্বর প্রদান করেন। এদিন বিভিন্ন মন্ডলীতে নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। কর্মসূচিতে থাকে সাধারণত প্রয়াতদের বিশেষ গান, বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ, কবরে পবিত্র জল ছিটানো, ফুল ও মোমবাতি জ্বালিয়ে প্রয়াতদের স্মরণ ইত্যাদি ইত্যাদি। অল সোলস ডে (All Souls’ Day) সাধারণত ২রা নভেম্বর দিনে উদযাপিত হয়ে থাকে। কিন্তু যদি এটি রবিবার পড়ে তাহলে এটি সরিয়ে ৩য় নভেম্বর ও পালন করা হয়।

এই দিনটি রোমান ক্যাথলিকদের দ্বারা উদযাপিত করা হয়ে থাকে। এই দিন শুধু রোমান ক্যাথলিক উদযাপন করে তা কিন্তু নয়। এই দিন ইস্টার্ন অর্থোডক্স, লুথারান, অ্যাংলিকান এছাড়া কিছু প্রোটেস্ট্যান্টরাও এই দিন উদযাপন করে থাকে। অল সোলস দিবসের সঠিক উত্স অজানা, তবে এটি প্রায় ১২০০ বছরের বেশি পুরানো নয়। এটি দশম শতাব্দীতে ক্লুনির সেন্ট ওডিলো দ্বারা পশ্চিমা দেশগুলোর মধ্যে দ্রুত প্রসারিত হয়। এখানে আবার প্রশ্ন দাঁড়িয়ে যায় তবে খ্রিষ্টানদের কি অল সোলস ডে উদযাপন করা উচিৎ? এই বিষয় নিয়ে খুব শিগগিরই বাইবেল ভিত্তিক পোস্ট করা হবে। সুতরাং অনুগ্ৰহ করে সকলে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে অনুসরণ করুন।

Post a Comment

0 Comments