বড়দিনের উৎপত্তি কি?
লেখকঃ- S.Murmu
বিশ্বাসীদের মধ্যে এই Christmas/ বড়দিন উৎসব নিয়ে অনেকের নানা ধরনের মতভেদ তৈরী হয়েই থাকে বা প্রশ্ন চিহ্ন (?) দাঁড়িয়ে যায়। কারন বাইবেল Christmas/ বড়দিন উৎসব পালন করা উচিত কি না তার সম্বন্ধে কোন কিছুই উল্লেখ নেই তাই এই উৎসবের ঐতিহাসিক বিষয় আলোচনা করা। বড়দিন উৎসব পালন করা প্রথা একটি পৌওলিকাতা থেকে শুরু হয়। প্রাচীন রোমান নিবাসীদের সপ্তাহ ব্যাপি এক উৎসব ছিল। যার নাম Saturnalia বলে জানা যায়। এই উৎসব রোমান দেবতা Saturn, উদ্দেশ্য এই উৎসব পালন করা হয়। বলা হয় এই দেবতার ফলে উওম উওম ফসল উৎপাদন করা সম্ভব ছিল। তাই কৃষি দেবতা বলেও জানা যায়। তাছাড়া ধন সমৃদ্ধ শালী, চমৎকার শীল দেবতা বলেও জানা যায়। এই উৎসব সাধারণত 17-23 December মধ্যে পালন করা হয়। এই উৎসব যখন পালন করা হয় তখন একে অপরেকে নানা ধরনের উপহার দেওয়ার প্রথা ছিল। তাছাড়া ভোজন পান করে এই উৎসব ধূম-ধাম করে পালন করা হয়। এই উৎসব রোমের সম্রাট Aurelian (274 A.D) ঘোষণা করেছিলেন।
Image by Michelle Raponi from Pixabay |
পরে রোমান সম্রাট Constantine দ্বারা খ্রিষ্টীয়ানদের এক নূতন ধারা সূচনা হয়। সম্রাট Constantine তিনি নাম মাএ খ্রিষ্টিয়ান ছিলেন। কিন্তু বাস্তবে তিনি নানা দেব-দেবতাদের বিশ্বাস করতেন বা উপসনা করতেন। Constantine এই 25 December যা সূর্য দেবতার জন্মদিন উদ্দেশ্য এই উৎসব পালন করা হত তা তিনি সাল (336 A.D) 25 December Christmas বড়দিনে বলে সংস্থাপন করেন। Constantine মনে করতে যেন খ্রিষ্টান অখ্রিষ্টানদের একের অপরের প্রতি প্রেম ভালোবাসা থাকে তাই তিনি সংস্থাপন করেন। পূর্বে রীতিমতো এই উৎসব পালন করা হত। যখন রোম সম্রাটরা ক্ষমতায় ছিল তখনকার দিনে রোম সম্রাটরা খুব কঠোর ছিল এবং খ্রিষ্টানদের খুব শাসন করা হত এমনকি বাইবেল অধ্যায়ন করা ও নিষেধাজ্ঞা ছিল। তখন হয় রোম সম্রাটের নিয়ম কানুন স্বীকার কর নচেৎ মৃত্যু অনিবার্য তা স্বীকার কর। এর কয়েক বছর পর যখন পোপ জুলিয়াস প্রথম 342 A.D প্রথম বারের মতো বিশপ পদে নির্বাচনে হন বা স্বীকৃতি লাভ করেন। স্বীকৃতি লাভ করার পর পোপ জুলিয়াস প্রথম তিনিই সূর্য দেবতার জন্মদিন পরিবর্তন করে সাল 350 A.D 25 December Christmas/বড়দিন উৎসব বলে ঘোষণা করে দেন। তবে সর্বপ্রথম 354 A.D পর Christmas/বড়দিন উৎসব পালিত হয়।
উপসংহারঃ- এই পোস্ট এর মাধ্যমে এটা বোঝানো হয়নি যে আপনারা Christmas/বড়দিন পালন করতে পারবেন না বলে পালন করুন বা না করুন তা আপনাদের ব্যক্তিগত। এখানে শুধু ঐতিহাসিক প্রচলন এর তথ্য দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে হয়তো আপনাদের আবার প্রশ্ন জাগতে পারে তবে এই উৎসব পালন করা উচিত কি না। অবশ্যই পালন করা যেতে পারে কিন্তু জগৎ যেই ভাবে Christmas/বড়দিন উৎসব পালন করে সেই ভাবে নয়। যেমন জগত Christmas পালন করে। Christmas🌲 🌟 লাগিয়ে পালন করে এবং 🎅 সেজে সেই ভাবে নয়। বড়দিন পালন করা উচিত কিনা এই বিষয় নিয়ে আমরা একটি পোস্ট দিয়েছি যার বিষয় বস্তু হল; খ্রিস্টানদের বড়দিন পালন করা উচিত কি? এই বিষয় বস্তু সম্পর্কে বাইবেল ভিত্তিক খুব শিগগিরই লেখা দেওয়া হবে।
Source;
https://en.m.wikipedia.org/wiki/Christmas
https://www.google.com/amp/s/www.history.com/.amp/topics/christmas/history-of-christmas
0 Comments