হাল্লেলুইয়া কথার অর্থ কি?| হালেলুজা অর্থ| What is the meaning of the word hallelujah?| Hallelujah meaning

হাল্লেলুইয়া কথার অর্থ কি?

লেখকঃ S.M

এমনিতে এই বিষয় নিয়ে পূর্বেই আমাদের মুল ওয়েবসাইট অর্থাৎ www.bengalibibleteaching.com -এতে লেখা বা পোস্ট যাই বলতে পারেন তা বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে। তবুও আবার আজকে এই বিষয় নিয়ে পোস্ট করা হচ্ছে। কারণ এই বিষয় এমন একটি বিষয় যা সকল খ্রীষ্ট বিশ্বাসীদের জানা প্রয়োজন তাহলে চলুন হাল্লেলুইয়া'র কথার অর্থ জানা যাক। এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা আগে কিছু কথা বলতে চাই যা এই পোস্টের সাথেই সংযোগবদ্ধ।

বর্তমান দিনে আপনারা তো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং দেখা গেছে খ্রিষ্টানরাও ভরপুর ভাবে খ্রীষ্টকে প্রচারিত করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার ও করে থাকে। এটি সত্যিই খুব প্রভাবশালী মাধ্যম। হ্যাঁ আমাদের অর্থাৎ খ্রীষ্ট বিশ্বাসীদের যেখানেই, যেকোনো মাধ্যমেই খ্রীষ্টকে প্রচারিত করা উচিত মানে সুসমাচার প্রচার করা উচিত। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই লেখা এখন দেখছেন। দেখা গেছে খ্রিস্টানদের মাধ্যমে যা কিছু পোষ্ট আসুক বা দেওয়া হোক, অনেক খ্রিষ্টান হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া করে বেড়ায়। তাছাড়া এখনও ওই ভণ্ড পালক, যাজক, প্রফেট, অ্যাপোস্টল তো আছেই, যারা লোকদের ভাবনা'কে উস্কানি ও দিয়ে থাকে, আর লোকেরা হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া করতে শুরু করে দেয়। কিছু বুঝক বা না বুঝুক আগে হাল্লেলুইয়া বলবে তারপর কিছু দেখা যাক। হাল্লেলুইয়া সামান্য একটি ভাষা বা শব্দ স্বরূপ হয়ে গেছে। এই বিষয় নিয়ে আমার একটি কথা মনে পড়ে যায়। একদিন, এই বিষয় নিয়ে, এক যুবতী মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, যে যুবতী মেয়েটি ছিল খ্রিস্টান। এবং চার্চ বা মন্ডলী প্রতি সপ্তাহে যায়। এটি ঠিক যে আমি নিজের চোখে ওই যুবতীকে চার্চ বা মন্ডলীতে যেতে দেখিনি, আমি দেখিনি তো কি হয়েছে! তাদের ওই চার্চে আমার ঘনিষ্ঠ আত্মীয়রা যায়। 

যখন হাল্লেলুইয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম এর অর্থ কি তা কি জানো? যুবতীটি কোনো কিছুই জবাব দেয় না। তখন আমি বিষয়কে বোঝানোর জন্য যুবতীকে বলি, দেখ কোন লজ্জা বা ভয়-টয় করার প্রয়োজন নেই। তুমি যদি এর অর্থ জানো তাহলে বলতে পার, নাই যদি জানো তাও বলতে পার। কোনো সমস্যা নেই আমি তোমাকে বিস্তারিত ভাবে বোঝাব। এখানে একটা কথা ক্লিয়ার করতে চাই, হয়ত আপনি আমার কি কথা তা ধরতে পারেননি। কিন্তু যারা আমার লেখা ধৈর্য্য সহকারে পড়ছে তারা হয়ত বিষয়টি ধরতে পারবে, নচেৎ নয়। কি কথা তা বলি, এখানে আমি বলছিলাম; “আমার আত্মীয়রা তাদের অর্থাৎ ওই যুবতীদের চার্চে যায়”। কথাটি হল; আত্মীয়রা যে প্রকৃত খ্রিষ্টান তা কিন্তু নয়। ওই আত্মীয়রা নাম মাএই খ্রিষ্টান। আমার ওই আত্মীয়রা খ্রিষ্টানিটির বেসিক বিষয়ও কোনো কিছুই জানে না। সুতরাং ওই আত্মীয়দের উদ্ধারে প্রশ্ন (❓)  দাঁড়িয়ে রয়েছে। তাহলে আপনারা এখন বুঝতে পারলেন যে, ওই মন্ডলীতে কি রকম শিক্ষা দেওয়া হয়! যুবতী মেয়েটির এতো এটিটিউড  যা ভাষায় প্রকাশ করারও সম্ভব নয়। পথে ঘাটে বা রাস্তায় দেখা হলে কথা বলার চেষ্টা করি কোন কিছু কথাই বলে না। তো একদিন এই বিষয় নিয়ে ক্লিয়ার করার জন্য আমি একটি চিঠি লিখি। যেখানে হাল্লেলুইয়া সম্পর্কে বিস্তারিতভাবে জবাব দেই। 

এখানে অনেকে বলতে পারে, আরে ভাই, ওই যুবতী যখন হাল্লেলুইয়া সম্পর্কে জানো না, তাহলে তোমার কি যায় আসে! তুমি কি হাল্লেলুইয়া বোঝানোর জন্য ঠিকাই নিয়ে নিয়েছো নাকি ? যে ওই যুবতীকে বোঝাতেই হবে! কিছু তথাকথিত খ্রিষ্টান বলতে পারে, আরে ভাই তুমি কি নিজেকে বেশি পণ্ডিত মনে কর? এই বিষয় আগে ক্লিয়ার করব। আমি কেন এই হাল্লেলুইয়া শব্দের অর্থ বোঝানোর জন্য উদ্বিগ্ন। আমরা ওই যুবতীর ঘটনার উদাহরণ দিয়ে কি বুঝলাম বলুনতো! আমরা ওই যুবতীর ঘটনার সাহায্য এটাই বুঝতে পারলাম যে, অনেক খ্রিষ্টান চার্চে তো যায়, আর পালক, যাজক, প্রফেট, অ্যাপোস্টল যেমনি  হালেলুইয়া বলে ওমনি তারা একই তালে তাল মিলিয়ে বলে থাকে। যেটি তারা না বুঝেই বলে থাকে যা অর্থ বিহীন বোঝায়, এবং এটি বর্বরতা বোঝায়। উপসংহার স্বরুপ ১ করি ১৪ অধ্যায়ের বাক্যে নেওয়া যেতে পারে। তাহলে চলুন করিন্থীয় পুস্তকের বাক্যে দেখে নেওয়া যাক।

[১ করিন্থীয় ১৪:১১] ‭‭ ভাল, আমি যদি রব বিশেষের অর্থ না জানি, তবে যে জন বলে, তাহার পক্ষে আমি বর্ব্বর হইব, এবং আমার পক্ষে সেই বক্তা বর্ব্বর। 

এই বাক্যেটি বিশেষ ভাষায় কথা বলার নিয়ে লেখা হয়েছিল। যেখানে মন্ডলীতে অদ্ভুত অদ্ভুত এক ভাষা প্রথা প্রচলিত হয়েছিল তা নিয়ে। এই বাক্যে থেকে এটাই বুঝা যায় যে কোনো কিছু না বুঝে বলা বর্ব্বর বোঝায়। এই অধ্যায়ের আর একটি বাক্যে যেখানে ওই ব্যক্তিদের উদ্দেশ্য অর্থাৎ যারা হাল্লেলুইয়া কথার অর্থ জানে না উপসংহার হিসাবে নেওয়া যেতে পারে, তাহলে চলুন ওই বাক্যেটি বলে তা দেখে নেওয়া যাক। 

[১ করিন্থীয় ১৪:১৭] ‭‭কারণ তুমি সুন্দররূপে ধন্যবাদ দিতেছ বটে, কিন্তু সেই ব্যক্তিকে গাঁথিয়া তোলা হয় না

এই বাক্যের অনুরূপ ওই ব্যক্তিদের উদ্দেশ্য অর্থাৎ যারা হাল্লেলুইয়া কথার অর্থ জানে না, তাদের উদ্দেশ্য বলছে যে, পালক, যাজক, প্রফেট, অ্যাপোস্টল হাল্লেলুইয়া তো বলে দিল, কিন্তু কেন বলল তার অর্থ সেই শ্রোতা বুঝতে পারল না, তখন সেই শ্রোতাকে গেঁথে তোলা হল না। অর্থাৎ হাল্লেলুইয়া দিয়ে সেই শ্রোতা কি বোঝাতে চাইল তা নিজেই জানে না। বাক্যে এটাই বলছে যেন অর্থ বোঝা যায়। মন্ডলীতে গিয়ে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া করে আসলাম বেশ হয়ে গেল তা কিন্তু নয়। একজন খ্রিস্টান কে হাল্লেলুইয়া কথার অর্থ জানা প্রয়োজন। তাহলে চলুন হাল্লেলুইয়া'র কথার অর্থ কি তা জানা যাক।

হালেলুজা অর্থ (Hallelujah meaning)

হাল্লেলুইয়া কথার অর্থ হল; ঈশ্বরের প্রশংসা হোক বা ঈশ্বরের প্রশংসা কর। উদাহরণ পুরাতন নিয়মের একটি বাক্যে যথা;

[গীতসংহিতা ১৪৬:১] ‭তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা কর।

হাল্লেলুইয়া হল একটি পবিত্র শব্দ/ ভাষা। এটি স্বর্গীয় ভাষা ও বলা যেতে পারে। হাল্লেলুইয়া একটি বিস্ময়সূচক শব্দ। কখনও কখনও হাল্লেলুইয়া অনুবাদ করা হয়, এটি ঈশ্বরকে সম্মান বা গৌরব দেওয়ার একটি উপায় হিসাবে উদাহরণ স্বরূপ এই বাক্যে যথা;

[‭‭প্রকাশিত বাক্য ১৯: ১-৪ BCV‬‬] এরপরে আমি স্বর্গে এক বিপুল জনসমষ্টির গর্জনের মতো শব্দ শুনতে পেলাম। তারা বলছিল: “হাল্লেলুইয়া! পরিত্রাণ ও মহিমা ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই,  কারণ তাঁর বিচারাদেশ সব যথার্থ ও ন্যায়সংগত। যে মহাবেশ্যা অবৈধ সহবাসের দ্বারা পৃথিবীকে কলুষিত করেছিল, তিনি তার বিচার করেছেন। তিনি তাঁর দাসদের রক্তের প্রতিশোধ তার কাছ থেকে নিয়েছেন।” তারা আবার চিৎকার করে উঠল: “হাল্লেলুইয়া! তার ধোঁয়া যুগে যুগে চিরকাল উপরে উঠে যাবে।” সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন, “আমেন, হাল্লেলুইয়া!”

এই বিষয় নিয়ে অর্থাৎ হাল্লেলুইয়া নিয়ে আরোও বিস্তারিত ভাবে উওর জানতে আমাদের এই পোস্টটি পড়ুন। “হাল্লিলূয়া শব্দের/ কথার অর্থ কি?”
ঈশ্বর সকলকে আশির্বাদ করুন। ধন্যবাদ।।

Post a Comment

0 Comments