কেন লোকেরা যীশুর জন্য পথে কাপড় ও ডালপালা ছড়িয়ে দিলেন?
লেখকঃ S.Murmu
আজকের বিষয় বস্তুটি খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা এটাও দেখেছি যে, এই বিষয় নিয়ে অনেক খ্রীষ্ট বিশ্বাসীদের উওর সঠিক অর্থে জানা নেই, তাই আজকে এই নিয়ে পোস্ট করা। এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক উওর জানতে অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ার চেষ্টা করুন। আশাকরি, আপনি এই লেখার সাহায্য সঠিক উত্তর পেতেও পারেন। তাহলে চলুন আলোচনায় যাওয়া যাক।
Photo by Brady Leavell on Unsplash |
আমরা আমাদের পবিত্র শাস্ত্রে অর্থাৎ পবিত্র বাইবেলে, চারটি সুসমাচার পুস্তকে যীশুর যিরূশালেমে প্রবেশ করার বর্ণনা পাই, যেখানে আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাই যে, লোকেরা নিজের নিজের কাপড়, ডালপালা রাস্তায় ছড়িয়ে দিচ্ছিল। এখন প্রশ্ন আসা স্বাভাবিক যে, কেন লোকেরা কাপড় ও ডালপালা ছড়িয়ে দিয়েছে?
এক সময়ে রোমের শাসক পম্পে যিহুদীদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। যিহুদীরা মনে করেছিল খ্রিষ্ট/মশীহ সেই অবস্থা থেকে তাদের উদ্ধার করবেন। মশীহ শব্দের অর্থ হল [অভিষিক্ত] এটি হিব্রু ও আরামিক Messiah শব্দ থেকে নেওয়া হয়েছে যেমন বাক্য বলে;
[যোহন ১:৪১] আমরা মশীহের দেখা পাইয়াছি—অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]।
[যোহন ১:৪১] আমরা মশীহের দেখা পাইয়াছি—অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]।
যিহুদীদের দৃষ্টি কোন দিয়ে দেখলে খ্রিষ্টকে তারা সম্রাট/রাজা হিসাবে চাইছিল তাই লোকেরা খ্রিষ্টকে রাজা ও মশীহ হিসেবে সম্বোধন করার জন্য পথে আপন আপন বস্ত্র, গাছের ডালা-পালা কেটে ছড়িয়ে ছিল যেমন বাক্য বলে;
[মথি ২১:৮] আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্ধ্বলোকে হোশান্না।
[মথি ২১:৮] আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্ধ্বলোকে হোশান্না।
[মার্ক ১১:৮] তখন অনেকে আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল ও অন্যেরা ক্ষেত্র হইতে ডালপালা কাটিয়া পথে ছড়াইয়া দিল।
[লূক ১৯:৩৬] পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল।
তাই লোকেরা চিৎকার করে বলেছিল যেমন বাক্যে বলে;
[মথি ২১:৯] আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্দ্ধলোকে হোশান্না।
[মার্ক ১১:৯-১০] আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল, তাহারা উচ্চৈঃস্বরে কহিতে লাগিল, হোশান্না! ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন! ধন্য যে রাজ্য আসিতেছে, আমাদের পিতা দায়ূদের রাজ্য; ঊর্ধ্বলোকে হোশান্না।
[লূক ১৯:৩৮] “ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসিতেছেন; স্বর্গে শান্তি এবং ঊর্দ্ধলোকে মহিমা।”
[যোহন ১২:১৩] খর্জুর-পত্র লইয়া তাঁহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হোশান্না; ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইস্রায়েলের রাজা।
হাঁ খ্রিষ্ট/মশীহ তিনিই ইস্রায়েলের রাজা ছিলেন। কিন্তু তিনি শান্তির প্রতীক রাজা ছিলেন। যেই রকম ইস্রায়েল/ যিহুদীদের মনে করেছিল তার বিপরীত।
0 Comments