আমেন শব্দের অর্থ কী// What is the meaning of the word 'Amen'?

আমেন কথার/ শব্দের অর্থ কী?

লেখকঃ- S.Murmu

বর্তমান দিনে দেখা যায় আমেন শব্দ যেন চলতি ভাষায় পরিনত হয়ে গেছে। সামান্য একটা কথাতেও বলা হয় আমেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোষ্টে উপরেও লেখা থাকে প্লিজ টাইপ আমেন আর অন্ধ ভক্তরা না বুঝেও টাইপ করে যায়। এমনিতে আমরা এটাও দেখছি অনেক খ্রিষ্টীয় বিশ্বাসীদের কাছে এই শব্দের অর্থ এখনও অজানা। অনুগ্ৰহ করে এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উওর জানতে সম্পূর্ণ লেখা পড়ুন।

Image by Freepik

আমেন শব্দ হিব্রু ভাষা (אָמֵן - amen) থেকে এসছে যার অর্থ হল; ইহাই হউক, তাই হউক, সম্পূর্ণ হইল। হিব্রু বাইবেলে আমেন শব্দ ৩০ বারের মতোন উল্লেখ রয়েছে। এবং গ্ৰীক বাইবেলে ৫২ বারের মতোন উল্লেখ রয়েছে। বাইবেলে প্রথম বার আমেন শব্দ উল্লেখ করা হয়েছে পুরাতন নিয়মে এই বাক্যেয় যথা; (গণনাপুস্তক ৫:২২)।বাইবেলে আমেন শব্দ নানা ভাবে ব্যবহার করা হয়েছে যেমন কাউকে অভিশাপ দেওয়ার জন‍্য আমেন শব্দ ব‍্যবহার করা হয়েছে যথা; (গণনাপুস্তক ৫:২২দ্বিতীয় বিবরণ ২৭:১৫-২৬নহিমিয় ৫:১৩)।

বাইবেলে ঈশ্বরকে ধন‍্য বলার জন‍্য আমেন শব্দ ব‍্যবহার করা হয়েছে যথা; [গীতসংহিতা ৪১:১৩, গীতসংহিতা ৭২:১৯, গীতসংহিতা ৮৯:৫২, গীতসংহিতা ১০৬:৪৮, রোমীয় ১:২৫, রোমীয় ৯:৫]

ঈশ্বরের মহিমা বা গৌরব করার জন‍্য ও আমেন শব্দ ব‍্যবহার করা হয়েছে যথা;  [রোমীয় ১১:৩৬, রোমীয় ১৬:২৭, ২ করিন্থীয় ১:২০, গালাতীয় ১:৫, ইফিষীয় ৩:২১, ফিলিপীয় ৪:২০, ২ তীমথিয় ৪:১৮, ইব্রীয় ১৩:২১, ১ পিতর ৪:১১, ২ পিতর ৩:১৮, যিহুদা ১:২৫, প্রকাশিত বাক‍্য ১:৬, প্রকাশিত বাক‍্য ৭:১২]

আমেন শব্দ প্রার্থনা ও আশীর্বাদ জন‍্য ও ব‍্যবহার করা হয়েছে যথা; [মথি ৬:১৩]

বাংলা বাইবেলে নূতন নিয়মে মথি ৬:১৩ পদে আমেন কথা উল্লেখ নেই কিন্তু সেই পেজের  নিচের দিকে একটু তাকালে অর্থাৎ পাদটীকা দেখলে সেখানে আমেন শব্দ দেখতে পাওয়ায়। কিন্তু ইংরেজী, হিন্দি আর গ্ৰীক ভাষাতে আমেন শব্দ দেওয়া রয়েছে। আমরা পূর্বেই বলেছি যে আমেন শব্দ হিব্রু ভাষা থেকে এসছে। এমন কি আমাদের প্রার্থনার শেষে আমেন শব্দ ছাড়া যেন প্রার্থনা অসম্পূর্ণ থেকে যায়। 

আশীর্বাদ জন্য আমেন শব্দ প্রয়োগ করা হয়েছে; (রোমীয় ১৫:৩৩ফিলিমন ১:২৫ইব্রীয় ১৩:২৫গালাতীয় ৬:১৮)

উপসংহারঃআমরা লেখার শুরুতে কিছু কথা উল্লেখ করেছিলাম সেই অন্ধ- বিশ্বাসীদের উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় সম্পর্কে। অসুুস্থ ব্যক্তির ছবি বা দরিদ্র কোন ব‍্যক্তির ছবি দেওয়া হয় সেখানে বিশ্বাসীদের দ্বারা আমেন লেখা হয়। এই সব পোস্টে একটু আমেন লেখা যথার্থ নয় কারণ আমরা পূর্বেই জেনেছি আমেন কথার অর্থ হলো; ইহাই হউক, তাই হউক, সম্পূর্ণ হইল বোঝায় তো আপনি তাকে আশীর্বাদ করছেন না কি অভিশাপ দিচ্ছেন? মানে তার ভালো দিক চাইছেন না কি খারাপ দিক? তা বলে এটি বলা হয়নি যে আমেন টাইপ করা যায় না বলে! অবশ্যই হাঁ  টাইপ করা যায় কিন্তু টাইপ করার আগে পোষ্টকে বুঝুন বা বাক‍্যকে বুঝুন এর অর্থ কি বোঝায় বলে! তখন আমেন বলা বা টাইপ সেই অর্থে সিদ্ধ হয়। আমেন একটি পবিত্র শব্দ। এই শব্দের নির্দিষ্ট একটি অর্থ রয়েছে। এমনকি বাইবেলের শেষ পুস্তক, শেষ অধ‍্যায় ও শেষ পদেও আমেন কথা উল্লেখ রয়েছে যথা; (প্রকাশিত বাক্য ২২:২১)। 

Post a Comment

0 Comments