প্রভু যীশু সর্বমোট কয়জন শিষ্য নিযুক্ত করেছিলেন?// How many disciples did the Lord Jesus appoint in total?

প্রভু যীশু সর্বমোট কয়জন শিষ্য নিযুক্ত করেছিলেন?

উওরঃ- ৮২ 

আমরা দেখেছি এই প্রশ্নের উত্তর অনেক বিশ্বাসী গুলিয়ে ফেলেন। কিছু বিশ্বাসী বলে যীশু ১২ জন শিষ্য নিযুক্ত করেন। আবার কিছু বিশ্বাসী বলে ৭০ জন নিযুক্ত করেছিলেন তো আজকে এই উওর জানার চেষ্টা করি বাইবেল ভিত্তিক। 

Image by Freepik

বাইবেল বলে প্রভু যীশু খ্রীষ্ট সর্ব্ব প্রথম ১২ জন‍্য শিষ‍্য নিযুক্ত করেন যেমন বাক্য বলে;

[মার্ক ৩:১৩-১৪পরে তিনি পর্ব্বতে উঠিয়া, আপনি যাঁহাদিগকে ইচ্ছা করিলেন, নিকটে ডাকিলেন; তাহাতে তাঁহারা তাঁহার কাছে আসিলেন। আর তিনি বারো জনকে নিযুক্ত করিলেন, যেন তাঁহারা তাঁহার সঙ্গে সঙ্গে থাকেন, ও যেন তিনি তাঁহাদিগকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন। 

এই বাক‍্যেয় আমরা দেখতে পাচ্ছি প্রভু যীশু ১২ জন শিষ‍্যদের নিযুক্ত/ মনোনীত করলেন। পরে তিনি সেই ১২ জন শিষ‍্যগণ নানা ধরনের রোগ ব‍্যধি রোগ ব্যাধি লোক, ভূতগণের উপরে ক্ষমতা/ শক্তি দেন যেমন বাক্যের বলে;

[লূক  ৯:১পরে তিনি সেই বারো জনকে একত্র ডাকিয়া তাঁহাদিগকে সমস্ত ভূতের উপরে, এবং রোগ ভাল করিবার জন্য, শক্তি ও কর্ত্তৃত্ব দিলেন;

এখানে আবার লোকদের ভ্রান্ত জন্মায়। তারা বলে ও তার মানে আদৌও এই জগতে ভূত, প্রেত রয়েছে। এখানে ভূত, প্রেত আদৌও আছে কিনা বিষয়টি তা নয় তাই এই বিষয়কে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না। যদি ঈশ্বর চায় পরে আলোচনা করা হবে। নোট করে রাখুন, প্রভু যীশু খ্রীষ্ট কত জন শিষ্য নিযুক্ত করেছেন বলে! 

Noteমনে রাখুন প্রভু যীশু এখন ১২ জন‍্য শিষ্য নিযুক্ত করেছেন। 

আমরা এতক্ষণ দেখলাম যে, প্রভু যীশু ১২ জন শিষ্য নিযুক্ত করেছিলেন। কিন্তু পরে তিনি (প্রভু যীশু) আবার ৭০ জন শিষ্য নিযুক্ত করেন যথা বাক্য বলে। 

[লূক  ১০:১তৎপরে প্রভু আরও সত্তর জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, সেই সমস্ত নগরে ও স্থানে আপনার অগ্রে দুই দুই জন করিয়া তাহাদিগকে প্রেরণ করিলেন।

[লূক  ১০:১৭] পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়।

এখানে বাক্য কি বলেছে! যীশু ৭০ জন শিষ্যকে আবার মনোনীত করলেন। 

নোট করুনঃ- প্রভু যীশু (মার্ক ৩:১৪ ও লূক ৯:১) পদে ১২ জন শিষ্য নিযুক্ত করেছেন‌। পরে লূক ১০:১ পদে ৭০ জন শিষ্য নিযুক্ত করেছেন।

সুতরাং ১২+৭০=৮২

প্রভু যীশু সর্বমোট শিষ্য নিযুক্ত করেন ৮২ জন্য শিষ্য নিযুক্ত করেন। 

ঈশ্বর সকলকে শীর্বাদ করুন। 

Post a Comment

0 Comments