যীশুর কতজন ভাই ও বোন ছিল?// How many brothers and sisters did Jesus have?

যীশুর কতজন ভাই ও বোন ছিল?

লেখকঃ S.Murmu

শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মতাত্ত্বিকরা যীশুর কোন ভাইবোন ছিল কিনা তা নিয়ে বিতর্ক করেই যাচ্ছেন। খ্রিস্টানদের মধ্যে কিছু সম্প্রদায় বিশেষ করে রোমান ক্যাথলিক যারা নিজেকে খ্রিস্টান তো দাবি করে, কিন্তু বাইবেল হিসেবে তারা বাস্তবে খ্রিস্টান নয়। কারণ তারা বাইবেলের বিপরীত শিক্ষা দিয়ে থাকে তারা একটু দুই পা আগে চলে। মজার ব্যাপার রোমান ক্যাথলিকদের শিক্ষা তা তাদের পুস্তক (CCC499) এটা ঘোষণা করেই ফেলেছে; মরিয়ম চিরকুমারী ছিলেন অর্থাৎ যীশুকে ছাড়া মরিয়মের আর কোনো সন্তান-ই ছিলো না। এখানে আবার প্রশ্ন দাঁড়িয়ে যায় তবে বাইবেল হিসেবে মরিয়ম কি চিরস্থায়ী কুমারীত্ব ছিলেন? এই বিষয় নিয়ে আমরা পূর্বেই পোস্ট করেছি। এই বিষয় নিয়ে বাইবেল ভিত্তিক বিস্তারিত ভাবে উওর জানতে এখানে দেখুন; মরিয়ম বাইবেলের চিরস্থায়ী কুমারীত্ব কি?” আজকে আমরা এই লেখায় দেখবো যীশুর কতজন ভাই ও বোন ছিলো বলে! অনুগ্ৰহ করে সম্পূর্ণ লেখা পড়ুন।

Photo by Alexandra Fuller on Unsplash

বাইবেলের নূতন নিয়ম আমাদের বলে যে যীশুর চার ভাই ছিল, কিন্তু বাইবেল এটা আমাদের জানায় না, তাঁর কত বোন ছিল বলে! তবে আমরা অনুমান করতে পারি যীশুর দুই জন বোন ছিলো উদাহরণ স্বরূপ এই বাক্যে; (মথি ১৩:৫৫-৫৬)। এই বাক্যের উপর ভিত্তি করে, আমরা বলতে পরি, যীশুর কমপক্ষে চারটি ভাই ছিল এবং বোন শব্দটি বহুবচন শব্দ প্রয়োগ করা হয়েছে, যা ইঙ্গিত করে যে তাঁর কমপক্ষে দুটি বোন ছিল, সম্ভবত আরও বেশি। যাকোব যীশুর প্রথম ভাই ছিলো। পিতর ও পৌলের মতে যাকোব প্রেরিতদের মধ্যে একজন ছিলেন (প্রেরিত ১২:১৭, ১৫:১৩)। যীশুর এই ভাই-ই নূতন নিয়মের একটি পুস্তক লিখেছেন যেটিকে আমরা “যাকোবের পএ বলে জানি। 

যোষেফ এই ভাইয়ের নাম যীশুর জাগতিক বাবার নামে রাখা হয়েছিল। যীশুর এই ভাইয়ের দুটি নাম ছিল। তাঁর অন্য নাম এই পুস্তকে দেখতে পাওয়া যায়; (মার্ক ৬:৩)।

এখানে যোষি” দেখতে পাচ্ছেন তাঁর সম্পর্কে আমরা এতটুকুই জানি। বাইবেল যীশুর ভাই শিমোনের সম্পর্কে কিছুই বলে না। যিহূদা যীশুর এই ভাই যিহূদার পএ লিখে ছিলেন, যেহেতু তিনি নিজেকে যাকোবের ভাই হিসাবে বর্ণনা করেছেন যথা:

[যিহূদা ১:১] যিহূদা, যীশু খ্রীষ্টের দাস, এবং যাকোবের ভ্রাতা-যাঁহারা পিতা ঈশ্বরে প্রেমপাত্র ও যীশু খ্রীষ্টের নিমিত্ত রক্ষিত, সেই আহূতগণের সমীপে।

শাস্ত্র প্রকাশ করে যে তাঁর ভাইয়েরা শুরুতে তাঁকে বিশ্বাস করেনি যথা;

[যোহন ৭:৫] কারণ তাঁহার ভ্রাতারাও তাঁহাতে বিশ্বাস করিত না।

তারা সবাই কি অবশেষে যীশুতে বিশ্বাস করেছিল? তা আমরা জানি না। কিন্তু শাস্ত্র প্রকাশ করে যে যীশুর অন্তত দুই ভাই যীশুতে বিশ্বাস করে ছিলেন অর্থাৎ খ্রিষ্টীয় বিশ্বাসী (খ্রিস্টান) ছিলেন; যাকোব এবং যিহূদা। বাইবেল আমাদেরকে তাঁর অন্যান্য ভাই বা বোন সম্পর্কে কোন অতিরিক্ত অন্তর্দৃষ্টি দেয় না। 

উপসংহারঃ পাঠ্যটিতে এমন কিছুই নেই যা পৌরাণিক কাহিনীকে সমর্থন করে, যে এরা কেবল খুডততু ভাই ও বোন ছিল। কিন্তু আসলে তার রক্তের আপন বা সহোদর ভাই এবং বোন যাদের সকলের একই মা মরিয়ম ছিলেন। এটি শাস্ত্র থেকে দেখা যায় যে যোষেফ এবং মরিয়মের কমপক্ষে ছয়টি সন্তান ছিল এবং তাই যীশুর কমপক্ষে ছয়টি আপন বা সহোদর ভাই ও বোন ছিল। যদিও যোষেফ যীশুর দৈহিক পিতা ছিলেন না, মরিয়ম তার সাত সন্তানের মা ছিলেন যার মধ্যে যীশু অন্তর্ভুক্ত ছিল। বাইবেল এটি সুস্পষ্ট যে, যীশুর চার ভাই ছিলো কিন্তু যীশুর আনুমানিক দুই বোন ছিলো।

ঈশ্বর সকলকে বুঝার মত জ্ঞান প্রদান করুন।
আমেন।।

Post a Comment

0 Comments