ইস্টার রবিবার কি?
লেখকঃ- S.Murmu
ইস্টারকে সাধারণত Resurrection Sunday
বলা হয়ে থাকে। ইস্টার সাধারণত পাপ হতে বিজয়ী প্রতীক। যা বাইবেলে হিসেবে আনন্দের দিন বলে অভিহিত করা হয়।
Image by Freepik |
এই দিন কি হয়েছিল? এই দিন প্রভু যীশু করব থেকে পুনর্জীবিত হয়ে উঠেন। অর্থাৎ মৃত্যুকে জয় করে ছিলেন যেমন বাক্য ও বলে;
[মার্ক ১৬:৬] তিনি তাঁহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যীশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন; তিনি উঠিয়াছেন, এখানে নাই; দেখ, এই স্থানে তাঁহাকে রাখা গিয়াছিল।
আজ থেকে প্রায় ২০০০ হাজার বছর পূর্বে স্বয়ং সৃষ্টিকর্তা (ঈশ্বর) মানব শরীর ধারন এই জগতে আসলেন। যার নাম পুএ যীশু। তিনি নানা অলৌকিক কার্য, পরাক্রম ও ক্ষমতা সহকারে লোকদেরকে তাঁর দিকে আকর্ষণ করতে থাকেন, এবং তিনি তাঁর পরাক্রম ও ক্ষমতা সহকারে লোকদেরকে বোঝাতে চাইছিলেন যে, তিনিই সেই খ্রিষ্ট/মশীহ ছিলেন যার বিষয়ে কয়েকশো বছর পূর্বে ভবিষ্যত বানী করা হয়েছিল। কিন্তু যীশুর ফলে ভণ্ড যিহুদীদের প্রধান অধ্যাপক ও ফরীশী, সদ্দুকীদের ব্যবসার উপরে অনেক প্রভাব পড়ছিল। লোক সেই ভণ্ড যিহুদীদেরকে ছেড়ে যীশুর দিকে আসতে শুরু করে, তখন সেই যিহুদীদের প্রধান অধ্যাপক ফরীশী ও সদ্দুকীরা ষড়যন্ত্র করে, মিথ্যার অজুহাতে যীশুকে ক্রুশে দিয়ে দেন। কিন্তু তারা বুঝতে পারেননি যে তাদের মূর্খতার ফলে জেনে বা অজান্তে। ঈশ্বরের সেই ভবিষ্যত বানী পূর্ণ করেই যাচ্ছিল যার জন্য যীশু এই জগতে এসছিলেন যেমন বাক্য ও বলে যথা;
[রোমীয় ৩:২৩] কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে।
[রোমীয় ৩:২৩] কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে।
বাক্য বলে প্রত্যকটি মানুষ পাপী, পাপের মধ্যে সকলেই ডুবে রয়েছে। প্রত্যেক মানুষ তার পাপের জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতেই হবে। মানুষ তার ভালো কাজ দ্বারা মন্দ কাজ ঢাঁকতে পারবেনা না। তার মন্দ কাজের দণ্ড অবশ্যই দেওয়া হবে, সেই দণ্ড কি? বাইবেল বলে দণ্ড হচ্ছে অনন্ত জীবনের মৃত্যুর যেমন;
[রোমীয় ৬:২৩] কারণ পাপের বেতন মৃত্যু।
যদি কোন মানুষ ঈশ্বরকে না জেনে মারা যান, তার শরীর তো মারা যাবেই সঙ্গে তার প্রাণ ও অনন্ত জীবনের মৃত্যু প্রবেশ করবে। কিন্তু ঈশ্বর প্রেম, এত দয়ালু যে, তিনি তাঁর সৃষ্টিকে খুব ভালোবাসেন, তিনি চান না যে, তাঁর সৃষ্টি মানুষ নরকে নিক্ষিপ্ত হয় বলে! তাই তিনি স্বয়ং নির্ণয় নিলেন এই জগতে আসবেন। এসে সমস্ত মানুষের পাপের দণ্ড নিজের উপরে নিয়ে ক্রুশে সমগ্ৰ মানবজাতির পাপের জন্য বলিকৃত হবেন। যেন সকলকে ন্যায় হিসাবে ক্ষমা করেন, আর মৃত্যুর পরে যেন সকলকে স্বর্গে নিয়ে যেতে পারেন। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা যা ভণ্ড যিহুদীরা পূর্ণ করতে যাইছিল যথা;
যদি কোন মানুষ ঈশ্বরকে না জেনে মারা যান, তার শরীর তো মারা যাবেই সঙ্গে তার প্রাণ ও অনন্ত জীবনের মৃত্যু প্রবেশ করবে। কিন্তু ঈশ্বর প্রেম, এত দয়ালু যে, তিনি তাঁর সৃষ্টিকে খুব ভালোবাসেন, তিনি চান না যে, তাঁর সৃষ্টি মানুষ নরকে নিক্ষিপ্ত হয় বলে! তাই তিনি স্বয়ং নির্ণয় নিলেন এই জগতে আসবেন। এসে সমস্ত মানুষের পাপের দণ্ড নিজের উপরে নিয়ে ক্রুশে সমগ্ৰ মানবজাতির পাপের জন্য বলিকৃত হবেন। যেন সকলকে ন্যায় হিসাবে ক্ষমা করেন, আর মৃত্যুর পরে যেন সকলকে স্বর্গে নিয়ে যেতে পারেন। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা যা ভণ্ড যিহুদীরা পূর্ণ করতে যাইছিল যথা;
[যিশাইয় ৫৩:৫] কিন্তু তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন; আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্ত্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।
রাজা দায়ূদ নিজের পুনরুত্থান সম্পর্কে আর প্রভু যীশু খ্রীষ্টের পুনরুত্থান সম্পর্কে ডবল ভবিষ্যদ্বাণী করেছিলেন যেমন বাক্য বলে যথা;
[গীতসংহিতা ১৬:৯-১০] এই জন্য আমার চিত্ত আনন্দিত, ও আমার গৌরব উল্লাসিত হইল; আমার মাংসও নির্ভয়ে বাস করিবে। কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।
ঠিক তদ্রুপ একই কথা ভাববাদী হোশেয় ও বলেছিলেন যথা;
[হোশেয় ৬:২] দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব।
প্রভু যীশুর পুনরুত্থান সম্বন্ধে নতুন নিয়মের লেখক সাধূ পৌল ও একই বলেন যথা;
[১ করিন্থীয় ১৫: ৩-৪] ফলতঃ প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে, শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন;
উপসংহারঃ- ইস্টার রবিবার হলো; প্রভু যীশুর মৃত্যু থেকে জীবিত হয়ে উঠা তা সমগ্ৰ মানবজাতির জীবন প্রত্যাশা করা। যেমন প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন ঠিক তদ্রূপ মানুষ জীবিত প্রভু যীশুকে গ্ৰহণ করলে আজীবন অনন্ত জীবন অবস্থিতি করবে যথা;
[যোহন ১১:২৫-২৬] যীশু তাঁহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না; ইহা কি বিশ্বাস কর?
[যোহন ১৪:১৯] আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে; কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে।
[যোহন ১৪:১৯] আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে; কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে।
0 Comments