প্রভু যীশুর ভাববাণীতে "সত্যের আত্মা "কে ?
লেখকঃ- আমোষ দেউরী
ভূমিকাঃ- প্রভু যীশুর মৃত্যুর পূর্বে শিষ্যদের নিয়ে পবিত্র নিস্তার পর্বের ভোজ পালনের সময় সত্যের আত্মা সম্পর্কে শিক্ষা দেন। সেই শিক্ষা যীশুর শিষ্য যোহন ১৪ থেকে ১৬ অধ্যায়ে যীশুর শিক্ষা লিপিবদ্ধ করেন। যে শিক্ষা প্রতিটি খ্রীষ্টীয় বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । খ্রীষ্টীয় শিক্ষা অনুসারে পবিত্র আত্মা কোন স্বর্গদূত নয় যেমন: স্বর্গদূত গাব্রিয়েল অথবা ঈশ্বরের শক্তিও না অথবা ঈশ্বরের স্ত্রীও না যেমন অনেক ভ্রান্ত দল মনে করতে পারে কিন্ত তিনি ত্রিত্ব ঈশ্বরের তৃতীয় ব্যক্তি " ব্যক্তি" শব্দটি পিতা ও পুত্রের মাঝে পার্থক্যের ক্ষেত্রে বুঝানোর সর্বোচ্চ প্রকাশিত শব্দ ১ পাদটীকায় বিস্তারিত দেখুন )
সত্যের আত্মার ব্যক্তিত্বঃ- William Hendricksen এ সম্পর্কে তাঁর টীকা বইয়ে বলেছেন, "সত্যের আত্মা শুধু নিছক শক্তি না কিন্তু তিনি একজন ব্যক্তি পিতা ও পুত্রের মত। তিনি অর্থাৎ সত্যের আত্মা বা পবিত্র আত্মা একজন ব্যক্তি। প্রভু যীশু যেমন ব্যক্তি সত্যের আত্মাও তদ্রূপ। কেননা ব্যক্তির যেসব গুণাবলি থাকা প্রয়োজন সত্যের আত্মার সেগুলো রয়েছে (যোহন ১৪:২৬,১৫:২৬ প্রেরিত ১৫:২৮, রোমীয় ৮:২৬, ১ করি:১২:১১,১ তীমথিয় ৪:১, প্রকাশিত বাক্য ১২:১৭)। তাছাড়া পিতা ও পুত্রের ক্ষেত্রে যেসব গুণাবলি প্রযোজ্য সত্যের আত্মার ক্ষেত্রেও তদ্রূপ (মথি ২৮:১৯, ১করি: ১২:৪-৬, ২ করি: ১৩:১৪, ১ পিতর ১:১,২)
সত্যের আত্মা পাঠানোর কারণঃ- প্রভু যীশু মৃত্যু ও পুনরুত্থানের পর স্বর্গ যাবেন কিন্তু তিনি তাঁর অনুসারীদের একা রেখে যাবেন না। সত্যের আত্মাই যীশুর শিক্ষা অনুসারে বিশ্বাসীদের পরিচালনা দিবেন। (যোহন ১৪: ১৭,১৮ ,২৬)। আরও যে আশীর্বাদ রয়েছে।
পবিত্র আত্মা;
- অভিষেক দিবেন।
- মুদ্রাঙ্কিত করবেন।
- পবিত্র করবেন।
- পবিত্র আত্মা নতুন জন্ম দিবেন।
- দত্তক সন্তান হওয়ার অধিকার দিবেন।
পবিত্র আত্মার ঈশ্বরত্বঃ-
যেহেতু প্রভু যীশু স্বর্গীয়,পবিত্র আত্মাও স্বর্গীয়। সত্যের আত্মার স্বর্গীয় নাম রয়েছে (প্রেরিত ৫:৪,২৮:২৫, ইব্রীয় ১০:১৫) স্বর্গীয় গুণাবলি সত্যের আত্মার রয়েছে, যেমন;-তিনি অনন্তকালীন। তিনি সর্বত্র বিরাজমান। তিনি সর্বশক্তিমান। তিনি সর্ব জ্ঞানী। (১ করি:২:২০; ১২:৪-৬, ইব্রীয় ৯:১৪) তাঁর স্বর্গীয় কার্যক্রম সম্বন্ধে ভবিষ্যত বাণী করা হয়েছে ( মথি ১২:১৮,লূক ৪:১৮, যোহন ৪:১৬, ১ করি: ১২:২-১১; ২ থিষলী: ২:১৩,১ পিতর ১:১২) -পবিত্র বাইবেল আমাদের নিশ্চয়তা দেয় যে, পিতা, পুত্র ও পবিত্র আত্মা - ক্ষমতা, শক্তিতে ও পরাক্রমে সমান। (মথি ২৮:১৯)।
প্রভু যীশুর শিষ্য যোহন তাঁর লিখিত সুসমাচারে তিনটি অংশে সত্যের আত্মা সম্পর্কে বলেছেন:
🔮ক)যোহন ১৪:১৬-২৬,
🔮খ)১৫:২৬-২৭
🔮গ)১৬:৭-৫
প্রেরিত যোহন পবিত্র আত্মার দানের আগমনের সম্পর্কে বলেন (যোহন ১৪:২৬)
সত্যের আত্মা সম্পর্কে বলেন (১৪:১৭,১৫:২৬-২৭,১৬:৭-১৫)
যেন paraclete বা সহায় হিসাবে কাজ করতে পারেন ।
Parakletos শব্দের অর্থ কি ?
ইহা একটি গ্রীক শব্দ যা দ্বারা (passive verbal adjective) অন্য কাওকে সাহায্যকারী হিসাবে আহ্বানের ক্ষেত্রে ব্যবহৃত হত। (বিশেষ করে কোর্ট সংক্রান্ত ব্যাপারে, যেমন :এডভোকেট বা উকিল)।
🔴যোহনের সুসমাচারে Paraclete এর কাজ দেখানো হয়েছে।
- শিক্ষা দানের।
- বাণী প্রকাশ করার।
- প্রভু যীশুর বাণী শিষ্যদের কাছে ব্যাখ্যা করা।
- তিনি সান্ত্বনা দাতা (comforter) হিসাবে উৎসাহ দিবেন।
- তিনি পরামর্শ দান করবেন।
- সাহায্য করবেন।
যীশুর মতই হবেন পবিত্র আত্মাঃ-
যীশু শিষ্যদের কাছে প্রতিজ্ঞা করেছেন আরেক "সহায় " Paraclete দিবেন। এই Paraclete শব্দ গ্ৰীক শব্দ (παράκλητος- পারাক্লীতস্) আগত।(যোহন১৪:১৬)। গ্রীক শব্দ (ἄλλος-allos) অর্থ "আরেক"। আমাদের এই পদের context হবে another Paraclete of the same kind অর্থাৎ তিনি প্রভু যীশুর মতই আরেকজন হবেন।
পিতা ও পুত্র কর্তৃক সত্যের আত্মাকে প্রেরণ করা হয়েছে (যোহন ৩:১৬-১৭,৫:৪৩,১৬:২৭-২৮, ১৮:৩৭ তুলনীয় ১৪:২৬,১৫:২৬,১৬:১৩)। তাইতো ৫৪৯ খ্রী: Synod of Toledo তে কন্টানোপলের বিশ্বাসসূত্রে ঘোষিত হয়, we believe in the Holy Spirit , who proceeds from the Father and the Son অর্থাৎ আমরা পবিত্র আত্মায় বিশ্বাস করি যে, যিনি পিতা ও পুত্র থেকে আগত হয়েছেন। সাথে সাথে মনে রাখতে হবে, পবিত্র আত্মা ও প্রভু যীশু দু'জনই পবিত্র (৬:৩৯ তুলনীয় ১৪:২৬) দু'জনই সত্য (১৪:৬ তুলনীয় ১৪:১৭,১৫:২৬,১৬:১৩)।
দু'জনই মহান শিক্ষক ; পবিত্র আত্মা সমস্ত বিষয়ে শিক্ষা দিবেন ও যীশুর শিক্ষা স্মরণ করিয়ে দিবেন (১৪:২৬)। যীশু ও মসীহ হিসাবে ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দেন ও সমস্ত কিছুই প্রকাশ করেন (৪:২৫-২৬ তুলনীয় ১:১৮,৩:৩৪-৩৬)। পবিত্র আত্মা যীশুকে মহিমান্বিত করবেন (১৫:২৬-২৭,১৬:১৩-১৪)।
যীশুর মৃত্যু, পুনরুত্থান ও স্বর্গারোহনের পর খ্রীষ্টের জায়গায় সত্যের আত্মা দায়িত্ব নেন। অর্থাৎ বর্তমান কাল পবিত্র আত্মার কাল। কেননা তিনিই পাপীকে খ্রীষ্টের কাছে আনেন যেন পাপী নতুন জন্ম লাভ করতে পারে। সত্যের আত্মা পিতার উপস্থিতিতে মধ্যস্থতা করবেন এবং পুত্র যীশুকে মহিমান্বিত করবেন (M.M.B.Turner, Holy Spirit, 350)।
সত্যের আত্মার আগমনঃ- সত্যের আত্মার আগমন সম্পর্কে যীশু নিজে সাক্ষ্য দিয়েছেন যথা।
"যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।" (যোহন ৭:৩৮)।
প্রেরিত যোহন ব্যাখ্যা করেছেন জীবন জলের নদীকে সেই আত্মা দেওয়া হবে যা খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থানের পরেই তাঁর আনুষ্ঠানিকভাবে আগমন করবে শত শত বছর পরে নয় । প্রেরিত যোহন আমাদের জন্য পরিষ্কার করে বলেছেন পরবর্তী পদে, "যাহারা তাঁহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন; কারণ তখনও আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যীশু মহিমাপ্রাপ্ত হন নাই।" (যোহন ৭:৩৯)।
তার অর্থ হচ্ছে , প্রভু যীশু মৃত্যু থেকে পুনরুত্থানের মাধ্যমে মহিমাপ্রাপ্ত হোন। তাই তাঁর প্রতিজ্ঞা অনুসারে তাঁর স্বর্গারোহণের মাত্র ১০ দিন পরে পবিত্র আত্মা আনুষ্ঠানিক ভাবে শিষ্যদের মাঝে এসেছেন আগুনের জিহ্বার উপস্থিতে যেন তাঁর কার্যক্রম করতে পারেন বিশেষ করে খ্রীষ্টের পক্ষে শিষ্যরা সাক্ষ্য দান করতে পারেন। (প্রেরিত ২ অধ্যায়)
পবিত্র আত্মা কি মানুষের মত রক্ত মাংসের অধিকারী?
অবশ্যই না । একমাত্র ত্রিত্ব ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি প্রভু যীশু যিনি অনন্তকালীন বাক্য যিনি পিতার সাথে আছেন তিনিই মানুষ হয়েছেন ।
পবিত্র আত্মা কেন মানুষ হতে পারেন না কারণঃ-
- প্রথমতঃ পবিত্র আত্মা একজন আত্মা। তিনি রক্ত মাংসে আগমন করেননি। একমাত্র ত্রিত্ব ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি প্রভু যীশু মাংসে আগমন করেছেন। কোন মানুষের পক্ষে পবিত্র আত্মার ভূমিকা পালন করা সম্ভব নয় কারণ তারা আত্মা নয়।
- দ্বিতীয়তঃ প্রতিটি মানুষের পাপ আছে। পবিত্র আত্মা পবিত্র। আদমজাত সবাই পাপের অধীন (রোমীয় ৩:২৩)।
- তৃতীয়তঃ মানুষ অনন্তকাল বেঁচে থাকতে পারে না। কিন্তু পবিত্র আত্মা সবসময়ই আছেন এবং বিশ্বাসীদের মাঝে অবস্থান করেন। তিনি অনন্তকালীন। তিনি কোন পুস্তকে মধ্য দিয়ে অনন্তকালীন থাকবেন তা বলেনি বরং তিনি ব্যক্তি হিসাবে সমস্ত বিশ্বাসীদের মাঝে বিরাজমান।
উপসংহারঃ- সত্যের আত্মা যিনি সৃষ্টির কাজে অংশগ্রহন করেছেন, যার মধ্য দিয়ে সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে (আদি ১:২ , ইয়োব ২৬:১৩, গীত ১০৪:৩০) তাঁর ঐতিহাসিক আগমন ধ্বনি খ্রীষ্টের মৃত্যুর পূর্বে তিনি নিজেই শিষ্যদের দিয়েছেন যেন প্রভুর শিষ্যেরা অনাথ না থাকে। সেই পবিত্র সত্যের আত্মা এখন তাঁর শিষ্যদের পরিচালনা দিচ্ছেন যারা খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের সুসমাচারের বিশ্বাসের মধ্য দিয়ে নতুন জীবন, ধার্মিকতা, ক্ষমা, পরিত্রাণ ও অনন্তজীবনের নিশ্চয়তা পেয়েছে। আর সেই সত্য পবিত্র বাইবেল এভাবে প্রকাশ করেছে যেমন বাক্য বলে যথা।
[রোমীয় ৮:১১ পদ] আর যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তাঁহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রীষ্ট যীশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত্য দেহকেও জীবিত করিবেন।
সেই জন্য আজকে সত্যের আত্মা সম্পর্কে সত্য জেনে ও মেনে ঈশ্বর প্রদত্ত পথে পরিচালিত হই যেন ভ্রান্তির আত্মা যেন আমাদের ভ্রান্ত পথে পরিচালনা না করে। আমেন ।।
Footnot:
ব্যক্তিগত শব্দের ব্যাখ্যাঃ-
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮
সাহায্যকারী গ্রন্থঃ
Elwell, Walter A. Evangelical Dictionary of Biblical Theology. Grand Rapids, Mich: Baker Books, 1996.
John Hendrickson,John ( The banner of truth : Edinburgh) , 1982.
Louis Berkhof, Systematic Theology ( Banner of truth : Edinburgh) 1976.
Millard J.Elickaon , Christian Theology ( Baker : Michigan),1993.
0 Comments