যিহোবা উইটনেস কি?
লেখকঃ- S.Murmu
বর্তমান বিশ্বে খ্রিষ্টীয় বিশ্বাসীদের মাধ্যমে নানা মণ্ডলী/ সংস্থা প্রচলিত হয়ে থাকে তার মধ্যে একটি যার নাম যিহোবা উইটনেস। এই বিষয়ের সম্পর্কে আমরা আলোচনা করব তো চলুন জানা যাক। যিহোবা উইটনেস (Jehovah's Witness) এই নামের অর্থ যিহোবা সাক্ষী। নাম শুনে তো মনে হয় যে, এরা যিহোবার সাক্ষ্য দেয়। শুধুমাত্র নামই ঠিক ঠাক লাগে কিন্তু বাস্তবে এরা খ্রিষ্টীয় বিশ্বাসীর মধ্যে মানে খ্রিষ্টানদের মধ্যে ভ্রান্ত শিক্ষার দল।
যিহোবা উইটনেস সংস্থার প্রবক্তা কে
যিহোবা উইটনেস (Jehovah's Witness) এই সম্প্রদায়ের সূচনা একজন বাইবেল শিক্ষক যার নাম Charles Taze Russell.
যিহোবা উইটনেস সংস্থার কখন সূচনা হয়
রাসেল দ্বারা ১৮৭০ খ্রিস্টাব্দে Pennsylvania(America) সূচনা হয়। Russell তার গ্ৰুপের নাম দিয়েছিলেন “Millennial Dawn Bible Study,” এবং যারা তাঁর অনুসারী হয়েছিল তাদেরকে "বাইবেল ছাত্র" বলা হত।
পরবর্তীকালে Russell তাঁর নাম "Millennial Dawn" নামে একটি ধারাবাহিক পুস্তক লিখতে শুরু করেছিলেন, যা তাঁর মৃত্যুর আগে ছয় খণ্ডে প্রসারিত হয়েছিল এবং যিহোবার সাক্ষিদের কাছে বর্তমানে প্রচলিত ধর্মতত্ত্ব রয়েছে।
১৮৮৬ খ্রিস্টাব্দে The Watchtower Bible and Tract Society প্রতিষ্ঠিত হয়। যারা Russell এর নীতি “Millennial Dawn” কে দ্রুত গতিতে তাদের মতামত/ প্রচার করতে শুরু করে দেয়। Russell এর গ্ৰুপের সদস্যদের মাঝে মাঝে “Russellites.” বলা হতো।
১৯১৬ খ্রিষ্টাব্দে Russell মৃত্যুর পর রসেলের উত্তরসূরি/ উওরাধিকারী J. F. Rutherford যাকে Russell এর বন্ধু ও বলা হয়ে থাকে তিনি দায়িত্ব নেন। J. F. Rutherford যার সম্পূর্ণ নাম Joseph Franklin Rutherford তিনি
১৯১৭ খ্রিস্টাব্দে “Millennial Dawn” পুস্তক এর সপ্তম ও অন্তীম পুস্তক লিখেছিলেন যার নাম। “The Finished Mystery,” তারপর এই গ্ৰুপ দুটি অংশে বিভক্ত হয়ে যায়। যিহোবা উইটনেস (Jehovah's Witness) যীশু কে কখনও ঈশ্বর বলে স্বীকার করে না। আপনারা সংক্ষেপে জানলেন যিহোবা উইটনেস (Jehovah's Witness) কি বলে! Jehovah's Witness গ্ৰুপ একটি ভ্রান্ত শিক্ষার গ্ৰুপ এদের ভ্রান্ত শিক্ষা সম্পর্কে খুবই শীঘ্রই আলোচনা করা হবে।
0 Comments