যীশু নামের অর্থ কি ? What does the name Jesus mean?

যীশু নামের অর্থ কি?

লেখকঃ- S.Murmu

যীশু নামের অর্থ কি?
Image by StockSnap from Pixabay

বাইবেলে  যীশু হলেন ঈশ্বর পুএ যাকে  যীশু বলে জানা যায়। নূতন নিয়ম  যীশু” শব্দটি ৯৮৭ বার উল্লেখ করা হয়েছে। ইংরেজি বাইবেলে  যীশু Jesus বলা হয়। Jesus শব্দ গ্ৰীক শব্দ (Ἰησοῦς-Iesous) থেকে আগত। Iesous শব্দ হ্নিব্রু (יֵשׁוּעַ-Yeshua) থেকে আগত। ইংরেজি বাইবেলে Jeshua, Joshua ও বলা হয়। বাইবেল নূতন নিয়ম (৩ যোহন) পুস্তকে  যীশু নাম উল্লেখ পাওয়া যায় না। যীশু নামটি প্রভুর এক দূত দ্বারা স্বপ্নে দর্শন দিয়ে রাখা হয়েছিল যথা।

[মথি ১:২১] এবং তুমি তাঁহার নাম যীশু [ত্রাণকর্ত্তা] রাখিবে; কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।

অর্থাৎ যীশু নামের অর্থ হল ত্রাণকর্ত্তা আজ থেকে প্রায় দুই হাজার বছরের পূর্বে প্রভু যীশু খ্রীষ্ট এই জগতে সমগ্ৰ মানবজাতির পাপ থেকে উদ্ধার করার জন্য এসেছিলেন। তাই বাক্য বলে 

[যোহন ৩:১৬] কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।

এই জগতে শুধু মাত্র একটিই নাম আছে যেই নামে এমন সামর্থ আছে যে লোকেদের পাপ ধূয়ে মুছে পরিস্কার করতে দিতেও পারে‌ যেমন বাক্য বলে।

[প্রেরিত ৪:১২] আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।

Post a Comment

0 Comments