খ্রীষ্ট নামের অর্থ কি?
লেখকঃ- S.Murmu
Image by Rod Long on Unsplash |
বাইবেলে “খ্রীষ্ট” নামই যে শেষ নাম তা কিন্তু নয়। “যীশু” নাম ও যে শেষ নাম তাও কিন্তু নয়। বাইবেলে “খ্রীষ্ট”নাম ৫১৬ বার উল্লেখ রয়েছে। নূতন নিয়ম রোমীয় পুস্তক “খ্রীষ্ট” শব্দ ৬৬ বার উল্লেখ রয়েছে। প্রেরিত সাধূ পৌল আমাদের পরিত্রাণের বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য ক্রমাগত “খ্রীষ্ট” কে উল্লেখ করেছেন। নূতন নিয়ম পুস্তকে ৩ যোহন বাদে সকল পুস্তক এই নাম দেখতে পাওয়া যায়। নূতন নিয়ম পুস্তকে প্রথমবার “খ্রীষ্ট” শব্দ মথি লিখিত সুসমাচার পুস্তকে বর্ণিত রয়েছে যেখানে যোষেফ গোপনে মরিয়মকে ত্যাগ করতে চেয়েছিলেন যথা; (মথি ১:১৮)।
বাইবেলে “খ্রীষ্ট” নাম শেষবারের মতো উল্লেখ রয়েছে প্রকাশিত বাক্য পুস্তকে যেখানে “খ্রীষ্ট” হাজার বছর ধরে রাজত্ব করবেন। যেই পুস্তক আমাদের ভবিষ্যত এর ঘটনা কে প্রকাশ করেন যথা; (প্রকাশিত বাক্য ২০:৬)। “খ্রীষ্ট” এর জন্য গ্রীক শব্দটি হল (Χριστός-Christos) এবং হিব্রু শব্দটি (מָשִׁיחַ-mashiach) উভয়েরই অর্থ "অভিষিক্ত" যথা; (যোহন ১:৪১)।
গ্ৰীক বাইবেলের বাক্য
[John 1:41 BGB] εὑρίσκει οὗτος πρῶτον τὸν ἀδελφὸν τὸν ἴδιον Σίμωνα καὶ λέγει αὐτῷ “Εὑρήκαμεν τὸν Μεσσίαν” ὅ ἐστιν μεθερμηνευόμενον Χριστός.
বাংলা বাইবেল বাক্যে
[গীতসংহিতা ২:২] পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে, সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে।
হিব্রু বাইবেলের বাক্য
[Psalms 2:2 HOT] יתיצבו מלכי ארץ ורוזנים נוסדו יחד על יהוה ועל משׁיחו׃
বাংলা বাইবেল বাক্যে
[দানিয়েল ৯:২৫] অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লও, যিরূশালেমকে পুনঃস্থাপন ও নির্ম্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি, নায়ক, পর্য্যন্ত সাত সপ্তাহ আর বাষট্টি সপ্তাহ হইবে, উহা চক ও পরিখাসহ পুনরায় নির্ম্মিত হইবে, সঙ্কটকালেই হইবে।
কখনও কখনও “খ্রীষ্ট” “যীশু” এর আগে উপস্থিত হয় যেমন “খ্রীষ্টযীশু” এবং অন্যান্য সময় যদি "যীশু" নামটি অনুসরণ করে যেমন "যিশুখ্রিষ্ট"। প্রাচীন কালে ইস্রায়েলীয়রা, যখন কাউকে কর্তৃত্বের পদ দেওয়া হয়, তখন তাঁর মাথায় তেল দেওয়া হত যাতে ঈশ্বরের সেবার জন্য তাকে আলাদা করা হয় উদাহরণস্বরূপ; (১ শমূয়েল ১০:১)। “খ্রীষ্ট” হলেন ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। যীশু “খ্রীষ্ট” উপাধি অর্থ হ'ল তিনি ঈশ্বরের “অভিষিক্ত” যিনি পুরাতন নিয়মের ভবিষ্যদ্বাণীগুলি পূর্ণ করেন। তিনি বেছে নেওয়া ত্রাণকর্তা যিনি পাপীদের উদ্ধার করতে এসেছিলেন যেমন সাধূ পৌল ও বলেন যথা; (১ তীমথিয় ১:১৫)।
0 Comments